Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহনকারী

সেবা প্রদানকারী

০১.

পলস্নী সমাজসেবা (আর,এস,এস) কার্যক্রম।

পলস্নী এলাকার দরিদ্র জনগণকে সংগঠিত করে উদ্বুদ্ব করণ ও প্রশিক্ষণ শেষে জনপ্রতি ৫,০০০/- হতে ৩০,০০০/- টাকা পর্যমত্ম সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

প্রকল্প গ্রামে আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে পরিবারসমূহকে বার্ষিক আয়ের ভিত্তিতে ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণীতে ভাগ করে ক ও খ পরিবার প্রধান/সদস্যকে ঋণ সুবিধা প্রদান করা হয়। গ শ্রেণীর পরিবার ঋণ  সুবিধা ব্যতিত অন্যান্য সুবিধা পেয়ে থাকে।

উপজেলা সমাজসেবা অফিস, ভালুকা, ময়মনসিংহ।

ফোনঃ ০৯০২২৫৬০৭৪

০২.

পলস্নী মাতৃকেন্দ্র (আর,এম,সি) কার্যক্রম।

পলস্নী এলাকার দরিদ্র জনগোষ্ঠির নারীদের সংগঠিত করে উদ্বুদ্ব করণ ও দক্ষতা উন্নয়নের লক্ষে্প্রশিক্ষণ প্রদান করে সদস্য প্রতি ৫,০০০/- টাকা পর্যমত্ম ঋণ প্রদান করা হয় এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রনে উদ্বুদ্ধ করা হয়।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:-

আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পলস্নী মাতৃকেন্দ্রের সদস্য; এবং সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যমত্ম।

  

০৩.

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

 

৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ

 

 

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০ (বিশ হাজার) টাকার নিচে।

 

০৪.

বয়স্ক ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান।   নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৩,০০০ (তিন হাজার ) টাকা; শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়।

 

০৫.

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান।  বর্তমানে  নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। 

 

  ৬ বছরের ঊর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না; যিনি চাকুরীজীবী কিংবা পেনশনভোগী নন; প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০ (চবিবশ হাজার) টাকার কম।

 

 

০৬.

উপজেলা সমাজকল্যাণ পরিষদের কার্যক্রম

জাতী য় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত অনুদান প্রদান এবং দুঃস্থ ,দরিদ্র এতিম গরীব ছাত্রদের অনুদান প্রদান ইত্যাদি।

 সমাজসেবা অধিদফতর হতে নিবন্ধন প্রাপ্ত সংঘ/সংস্থা এবং দুঃস্থ ,দরিদ্র এতিম গরীব ছাত্র।

 

 

 

০৭.

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি সত্মরে বিভক্ত করে নিমণরূপ হারে উপবৃত্তির প্রদান:- প্রাথমিক সত্মর (১ম-৫ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৩০০ টাকা;

মাধ্যমিক সত্মর (৬ষ্ঠ--১০ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৪৫০ টাকা;

উচ্চ মাধ্যমিক সত্মর (একাদশ ও দ্বাদশ শ্রেণী): জনপ্রতি মাসিক ৬০০ টাকা;

উচ্চতর সত্মর (সণাতক ও সণাতকোত্তর): জনপ্রতি ১০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।

 

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের ঊর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে।

 

০৮.

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

 

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। বর্তমানে প্রত্যেক অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ২,০০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

 

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২,০০০ টাকার ঊর্ধে নয়;

মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অমর্ত্মভুক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেল্স্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অমর্ত্মভুক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

 

০৯.

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচি বাস্তবায়ন

 

থান কর্তৃক আটককৃত ১৮ বৎসরের কম বয়সী শিশুদের থানা হতে জামিনের ব্যবস্থা করা;

জামিন কোনক্রমেই না হলে আলাদা রঙ্গিন কাগজে চার্জশীট প্রদানের ব্যবস্থা করা;

সাজামুক্ত/প্রবেশন প্রাপ্তদের আত্মকর্মসংস্থানের জন্য ÿুদ্র ঋণ প্রদান করা ইত্যাদি।

নের     আইনের সংস্পর্শে আসা শিশু/ কিশোর;

স    সাজামুক্ত/প্রবেশন প্রাপ্ত নারী পুরম্নষ।

 

 

১০.

 বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান।

 

১৮ বছর বয়স পর্যমত্ম এতিম শিশুদের প্রতিপালন;

আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান;

 

 

  

বেসরকারি এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

 

 

 

১১.

সংঘ/ সংস্থা নিবন্ধন

১৯৬১ সনের নিবন্ধন আইনের আওতায় বেকার ব্যক্তিদের স্বেচছাসেবী সংগঠন নিবন্ধনের প্রাথমিক কাজ করা।

      বেকার ব্যক্তিদের সংগঠন।