সম্মানিত নিয়মিত সকল ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ অর্থবছরের ৩য় কিস্তির নিয়মিত সকল ভাতার অর্থ G2P (Government 2 Person) পদ্ধতিতে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধের নিমিত্ত পে-রোল প্রদান করা হয়েছে। নিয়মিত সকল ভাতাভোগীগণ ঈদুল ফিতর/২০২৫ এর আগেই আপনার নগদ একাউন্টে ভাতার টাকা পৌছে যাবে। আপনারা নগদ একাউন্টের সিম এবং সিমের গোপনীয় পিন নাম্বার কাউকে দিবেন না। নগদ অফিস ও উপজেলা সমাজসেবা অফিস আপনার কাছে পিন নাম্বার অথবা ওটিপি জানতে চাইবে না। জরুরি প্রয়োজনে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস